ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

জবিস্থ ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত


প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:৪৮ পূর্বাহ্ন


জবিস্থ ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ঝিনাইদহের জোহান ড্রেম ভ্যালি পার্কে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবকরা অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, প্রধান আলোচক হিসেবে ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বক্তব্য দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আব্দুল হাই বলেন, 'তোমরা দেশের মানুষকে ভালবাসো। দেশের মানুষের জন্য কাজ কর। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।'

প্রধান আলোচক সাইদুল করিম মিন্টু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'তোমরা জাতির ভবিষ্যত। তোমরাই একদিন সামনে থেকে দেশকে প্রতিনিধিত্ব করবে। তাই পড়ালেখার পাশাপাশি ঝিনাইদহের ভাল মন্দের বিষয়ে তোমাদের থেকে মতামত, পরামর্শ প্রতাশা করছি।' 

তিনি আরো বলেন, অভাব অনাটন কোন বাধা নয়। যারা দরিদ্র মেধাবী শিক্ষার্থী তাদের পাশে আগে থেকে বিভিন্ন সহযোগিতা করে এসেছি। যতদিন বেঁচে থাকব ততদিন মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের পড়ালেখা চালিয়ে যেতে সহযোগিতা করব। 

এখন করোনাকে ভয় না। করোনকে জয় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।' 
এছাড়া অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রিগ্যান আহামেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ মানিকের সঞ্চালনায় কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, সৃজনী ফাউন্ডেশনের পরিচালক ড. এম হারুন অর রশিদ ও ইমদাদুল হক সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ