প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:২৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার দুই চির শত্রু চীন ও ভারত এবার সীমান্তবর্তী এলাকা থেকে নিজ নিজ সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে। গত বছর জুন মাসে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ভারত ও চীন একমত হলো তা কার্যকার হয়নি।
বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একথা ঘোষণা করে তিনি জানান, দু পক্ষ বিরোধপূর্ণ পানগং হ্রদ এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে একটি সমঝোতায় পৌঁছেছে।
এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে ভারত ও চীনের সামরিক কমান্ডার এবং কূটনীতিকরা কয়েকদফা আলোচনায় বসেন। চীনের সঙ্গে ভারতের এই আলোচনাকে রাজনাথ সিং ‘টেকসই’ বলে মন্তব্য করেন।
তিনি আশা করেন, চীন এবং ভারতের এই পদক্ষেপের ফলে গত বছর সংঘর্ষ হওয়ার আগের অবস্থায় ফিরে আসবে দু দেশের সীমান্ত পরিস্থিতি।
এদিকে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ভারত এবং চীনের মধ্যকার আলোচনার প্রেক্ষাপটে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে তার আলোকে সীমান্তবর্তী গোলযোগপূর্ণ হ্রদের তীর থেকে দুই দেশ সেনা প্রত্যাহার শুরু করেছে।
গত বছরের জুন মাসে গালওয়ান উপত্যকা এলাকায় চীন এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়। ওই ঘটনায় চীনের কোনো সেনা মারা গিয়েছে বলে খবর বের হয় নি।