প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ন
বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে।
ম্যারাথনে অংশগ্রহণের জন্য আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া ম্যারাথন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে গোপালগঞ্জ জেলার শেখ রাসেল স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। যেকোনো বয়সের সুস্থ ও সবল ব্যক্তি স্বেচ্ছায় নাম নিবন্ধন করে ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য,মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ গোপালগঞ্জ জেলায় অনুষ্ঠিত হবে।