ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইয়াবাসহ আটক বশেমুরবিপ্রবির দুই কর্মচারী


প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৬ পূর্বাহ্ন


ইয়াবাসহ আটক বশেমুরবিপ্রবির দুই কর্মচারী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২ কর্মচারীকে ইয়াবাসহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের চৌধুরী মার্কেটের কম্পিউটার সলিউশন দোকানের সামনে থেকে ৬৩ পিচ ইয়াবাসহ আটক হন বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড ইয়াসিন শিকদার (৩০) ও বাগান মালি আকাশ শিকদার (২৮)।

এ বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে ইয়াবা সহ আটক করা হয়। ইতিমধ্যে আসামীদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ সময় তিনি আরো বলেন, আটকৃতরা দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয় ও আশপাশে ইয়াবা সরবরাহ করে আসছিল।


   আরও সংবাদ