প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:১২ পূর্বাহ্ন
ইবি থেকে শাহীন : ফেনীর সােনাগাজীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরিয়ত উল্যাহর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিচার দাবি করেন ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।
গণমাধ্যম সূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরােধ নিয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল সােমবার দুপুরে শরিয়ত উল্যাহকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। এক পযায়ে যুবলীগ নেতা ফরহাদের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা শরিয়ত উল্যাহকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে গুরুতর আহত করে। এ সময় লােহার রড দিয়ে পিটিয়ে তার বাম চোখ ও নাকে জখম করে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এধরনের হামলা সারাদেশের ক্যাম্পাস সাংবাদিকদের চরমভাবে শঙ্কিত করে তুলেছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।
নেতৃবৃন্দ আরো বলেন, আমরা আশা করি স্থানীয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসবে অন্যথায় দেশের সকল ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া তারা শরিয়ত উল্যাহর সুস্থতা কামনা করেন।