প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১২:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন, গ্রামীণ এলাকার মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য হাট- বাজার ব্যবস্থাপনার উন্নয়ন করছেন।
সে লক্ষ্যে সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর মাধ্যমে "অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প এর ন্যায় প্রকল্প বাস্তবায়ন করছে। এক্ষেত্রে জনপ্রতিনিধিগণকে আন্তরিক হয়ে যথাযথভাবে এ পপ্রকল্প বাস্তবায়নে দায়িত্ব পালন করতে হবে।
আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইসলামপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) আয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতায় বাস্তবায়নাধীন "অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প" এর অধীনে উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে উন্নীত করার অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রাম বাংলার নারীর ক্ষমতায়ন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি,কৃষিপন্য বিপনন, দৃশ্যমান উন্নয়ন সাধন এবং কর্ম সংস্থানের সুযোগ হবে। ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠান মূহের আয় বৃদ্ধি পাবে।
ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রভাতী প্রকল্প, পরিচালক এলজিইডি, ঢাকা এর প্রকল্প পরিচালক আনিসুল ওহাব খান, আরও বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, জামালপুর মোখলেছুর রহমান , ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), ইসলামপুর রোকনুজ্জামান খান, ইসলামপুর উপজেলা প্রকৌশলী প্রমূখ।