ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

অগ্নিদগ্ধ হয়ে ইবি'র সাবেক শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ন


অগ্নিদগ্ধ হয়ে ইবি'র সাবেক শিক্ষার্থীর মৃত্যু

ইবি থেকে শাহীন : খাগড়াছড়ি শহরের কলেজ পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মাওশ্রীজিতা দেওয়ান (৩২) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে মাওশ্রিজিতা দেওয়ান দ্বিতীয়। 

সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায় নি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

তার বাবা ম্যাকানজি দেওয়ান বলেন, ‌ঘটনার সময় আমি বাইরে ছিলাম। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রিজিতা বের হতে পারেননি।

এবিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


   আরও সংবাদ