প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:২৯ পূর্বাহ্ন
স্টাপ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন এবং শনাক্ত হয়েছেন ৩১৬ জন। সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২২১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৪১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৬২টি।
এ পর্যন্ত মোট ৩৭ লাখ ৬২ হাজার ৭৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৯৩১ জন।