ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীর ফরিদাবাদ থেকে ৮ কিশোর আটক


প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:৪৬ পূর্বাহ্ন


রাজধানীর ফরিদাবাদ থেকে ৮ কিশোর আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর ফরিদাবাদ গ্ল্যাস ফ্যাক্টরি একতা হাউজিং এলাকায় গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে শ্যামপুর থানা পুলিশ ৮ কিশোরকে আটক করেছে। 

গণউপদ্রবের  অভিযোগে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী তাদেরকে আটক করা হয়। 

পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে শর্তসা‌পে‌ক্ষে তাদেরকে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে। 

শ্যামপুর থানা পুলিশ ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গণউপদ্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। 

উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে একজন সচেতন নাগরিকের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
 


   আরও সংবাদ