প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ন
হাবিপ্রবি থেকে আবু সাহেব : সেমিস্টার ফাইনাল পরীক্ষার দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৭ ও ১৮ ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় শিক্ষার্থীরা পূর্ব-পরিকল্পিত ঘোষণা অনুযায়ী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের দাবি দ্রুততম সময়ের মাঝেই যাতে সেশনজট কমাতে সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো গ্রহণ করার ব্যাপারে উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের কাছে তাদের দাবিগুলি উত্থাপন করেন।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের প্রকাশিত পরীক্ষার রুটিন রেফারেন্স হিসেবে কোষাধক্ষ্যের হাতে তুলে দেন।
এসময় হাবিপ্রবির কোষাধক্ষ্য বলেন, "পরীক্ষাগুলো কিভাবে নেওয়া যায় এ ব্যাপারে আমরাও ভাবছি।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কিংবা স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত উপাচার্য ক্যাম্পাসে আসলেই তিনি প্রত্যেক অনুষদের ডীনদের নিয়ে আলোচনা করে পরীক্ষার ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে পারবেন।
এছাড়া আমরা শিক্ষার্থীদের দাবির কথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে জানাব। ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ হলে আশা করি পরীক্ষার ব্যাপারে সমাধান আসবে।
১৭ ব্যাচের গণিতে বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ বলেন,"অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধুদের পরীক্ষার রুটিন হয়ে গেছে আমরা তাদের চেয়ে দুই সেমিস্টার পিছিয়ে আছি এখনো৷ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রত্বের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে। এর চেয়ে দুঃখ জনক কথা আর কি বলবো। আরো আফসোসের বিষয় পিতৃতুল্য শিক্ষকদের কাছে আমাদের পরীক্ষার দাবি নিয়ে বার বার আসতে হয় আর তারা শুধু বার বার আশার বাণী শোনান।
১৮ ব্যাচের ইসিই বিভাগের আরেক শিক্ষার্থী মোঃ রাকিব জামান বলেন,আর কোন আশার বাণী নয় এসপ্তাহের মধ্যে আমাদের পরীক্ষার রুটিন না দিলে আগামী সপ্তাহ থেকে আমরা কঠিন আন্দোলনে নামবো।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৭ ও ১৮ ব্যাচের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর পরীক্ষার দাবিতে স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষার্থীরা।