ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কামরুজ্জামানের একুশে পদক প্রাপ্তিতে জাফরুল্লাহর শুভেচ্ছা 


প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:০১ পূর্বাহ্ন


কামরুজ্জামানের একুশে পদক প্রাপ্তিতে জাফরুল্লাহর শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার: প্রফেসর কাজী কামরুজ্জামানের একুশে পদক প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

প্রফেসর কাজী কামরুজ্জামানের  ২০২১ সালে সামজ সেবায় একুশে পদক প্রাপ্তিতে আজ শুক্রবার (০৫ ফ্রেরুয়ারী) ডা. জাফরূল্লাহ চেীধুরী শুভেচ্ছা বার্তায় বলেন,  ‘ আমি সরকারকে তাঁরমত দেশপ্রেমিক প্রগতিশীল ও গণতান্তিক বীর মুক্তিযোদ্ধাকে এবছর একুশ পদক দেওয়ায় ধন্যবাদ জনাই। আমি আশাকরি দেশে তাঁর অবদানের জন্যে আগামীতে প্রফেসর কাজী কামরুজ্জামানকে স্বাধীনতা পদকে ভূষিত
করবেন। 

কারন স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তিনি চিকিৎসা শাস্রে উচ্চ শিক্ষায় বিলেতে অধ্যায়নরত থাকাকালে  ভারতে আমাদের সাথে যোগ দিয়ে ভারতে  ফিল্ড হাসপাতাল ( বর্তমান গণস্বাস্থ্য হাসপাতাল) কাজ করেন। স্বধীনতার পর তিনি উচ্চ শিক্ষা শেষ করে আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রে কিছুদিন কাজ করেন।

পরবর্তীতে তিনি এবং অধ্যাপক ডা. মাহামুদুর রহমানসহ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এবং পাবনায় কমিউনিটি হাসপাতাল  প্রতিষ্ঠা করেন। 

২০১৯ সালে  'প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল' পেয়েছে। অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী কামরুজ্জামানের নামে প্রতিবছর একজন বিশিষ্ট শিশু সার্জনকে এ পদক দেওয়া হয়’।


   আরও সংবাদ