ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

আগামী সপ্তাহেই সফট লোন পাচ্ছেন হাবিপ্রবি শিক্ষার্থীরা


প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:৪১ অপরাহ্ন


আগামী সপ্তাহেই সফট লোন পাচ্ছেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

হাবিপ্রবি থেকে আবু সাহেব: অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সফট লোনের আওতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দফায় আবেদনকারী শিক্ষার্থীরা তাদের প্রদত্ত ব্যাংক একাউন্ট নাম্বারে আগামী সপ্তাহেই টাকা পেয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.  ইমরান পারভেজ ।

স্মার্টফোন ক্রয়ের জন্য দ্বিতীয় দফায় আবেদনকারী সকলকেই  এই সফট লোন দেওয়া হবে। শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক একাউন্টে ৮ হাজার করে টাকা পাঠানো হবে। যা শিক্ষার্থীদের তাদের একাডেমিক সনদ তোলার আগেই আবার বিনা সুদে ৪ টি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে হবে। 

সফট লোনের টাকা কবে নাগাদ শিক্ষার্থীদের একাউন্টে পৌঁছাবে তা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, "আমরা সফট সফট লোনের চেক ইতোমধ্যে হাতে পেয়েছি। লোনের টাকা আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্যের সাথে মিটিং শেষে  দেওয়া শুরু হবে।তিনি এখন ঢাকায় অবস্থান করছেন।ঢাকা থেকে আসার পর রবিবার বা সোমবারে সফট লোন কমিটির সাথে মিটিং করে পরদিন থেকে দেওয়া হবে। কারণ এই কমিটির প্রধান আহবায়ক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ স্যার। ইনশাআল্লাহ আগামী সপ্তাহেই শিক্ষার্থীরা সফট লোনের টাকা তাদের প্রদত্ত ব্যাংক আ্যকাউন্টে পেয়ে যাবে।"

নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের প্রদানকৃত এই ঋণ সম্পূর্ণ সুদমুক্ত এবং স্মার্টফোন ক্রয়ের ভাউচারটি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে সফটলোন অনুমোদন কমিটি’র সদস্য-সচিবের নিকট জমা দিতে হবে।

এছাড়া, ইউজিসির নীতিমালা সম্বলিত নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, এই ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন সময়ে ৪টি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধে করিতে হইবে এবং ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোন ট্রান্সক্রিস্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না।


   আরও সংবাদ