প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২১ ২১:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি যুক্ত করে মূলত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি স্থাপন করে গিয়েছেন। তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ জামিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে, (চট্টগ্রামে)ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় আয়োজিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আজকের পৃথিবীতে যে দেশে সংখ্যালঘু জনগোষ্ঠী যত বেশী নিরাপদও ভালো অবস্থায় আছে সে দেশকে ততটা সভ্য ও উন্নত দেশ হিসেবে মূল্যায়ন করা হয়ে থাকে। বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়সমূহের কল্যান ও নিরাপত্তা বিধানের মাধ্যমে বাংলাদেশকে আমরা একটি সভ্য দেশ হিসেবে গড়ে তুলতে চাই।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক ও অবিচ্ছেদ্য সত্ত্বা। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধু তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানা অপরিহার্য। বিশেষ করে অসাম্প্রদায়িক বাংলাদেশের বিষয়ে বঙ্গবন্ধুর চিন্তা, আদর্শ এবং কর্ম আমাদেরকে জ্ঞানের পথে পরিচালিত করবে।জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে বেশি বেশি আলোচনা আমাদেরকে বিশেষ করে নতুন প্রজন্মকে আলোকিত করবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। মানবতাবাদী নেতা হিসেবে তিনি বাংলাদেশকে সকল ধর্মের মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে তিনি সদা সচেষ্ট ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজকের বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত কাংখিত বিষয়, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এদেশে যে কোন মূল্যে বজায় রাখতে বদ্ধ পরিকর।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনারএ বি এম আজাদ এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম, পিএইচডি, অতিরিক্ত সচিব মু: আ: হামিদ জমাদ্দার, যুগ্মসচিব ফারুক আহম্মেদ, জেলা পরিষদ, চট্টগ্রাম এর চেয়ারম্যান এম এ সালাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম (বার), ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, মোহাম্মদ মমিনুর রহমান, জেলা প্রশাসক, চট্টগ্রাম, বীর মুক্তিযোদ্ধা মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, খতিব, জমিয়তুল ফালাহ মসজিদ প্রমুখ।