ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইবিতে ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে উপাচার্যের মতবিনিময়


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২১ ১২:২৭ অপরাহ্ন


ইবিতে ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে উপাচার্যের মতবিনিময়

ইবি থেকে শাহীন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান ও ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে অনুষদীয় ডিন, পরিচালক আইআইইআর, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, বিভিন্ন পরিচালক ও প্রশাসকদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ফেব্রুয়ারি বেলা ১১ টায় প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, প্রায় ১ বছর করোনা মহামারীর মধ্যদিয়ে আমরা মূল্যবান সময় অতিবাহিত করছি। 

গত ৩ সপ্তাহ ধরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর হার হ্রাস পাচ্ছে। তবে সরকার এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে।

তিনি বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা সংক্রান্ত ভাইস চ্যান্সেলরদের সভা আছে, সেখানে এ বিষয়ে আমাদের ভাবনা উপস্থাপন করবো।

তিনি আরও বলেন, সরকার কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিলে শিক্ষা কার্যক্রম এবং হল খোলার বিষয়ে সরকারী সিদ্ধান্তের সাথে সমন্বয় রেখে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্যই পূর্ব প্রস্তুতি হিসেবে আজকের এই মতবিনিময় সভা।

উপ-রেজিস্ট্রার (প্রশা:, রেজিস্ট্রার ভার: রুটিন দায়িত্ব) ড. নওয়াব আলী খানের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুুর রহমান, আইন বিভাগের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজিবুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিজানুর রহমান, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন,  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আল-কুরআন এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, আইন প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. অব্দুস শাহীদ মিয়া, আল-হাদিস এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, ফোকলর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোস্তাফিজুর রহমান, গণিত বিভাগের সভাপতি ড. আনিছুর রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ।


   আরও সংবাদ