ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ছুরিকাঘাতে আহত যুবক, ঘাতক আটক


প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে ছুরিকাঘাতে আহত যুবক, ঘাতক আটক

রাজধানীর কামরাঙ্গীরচর ভিটা বাজার এলাকায় তুহিন (২২) নামে এক কাপড় দোকানের কর্মচারী ছুরিকাঘাতে আহত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক এসআই সেন্টু মিয়া জানান, খবর পেয়ে আহত তুহিনকে ঢামেকে নিয়ে আসা হয়। তার কপালে গলায় ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় ঘাতক সাদ্দাম (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিষয়টি বলা যাবে। 

আহতের বোন কলি জানান, বিকালে বাসা থেকে চা খাওয়ার জন্য বের হয় পরে পাশে একটি দোকানে চা খাওয়ার সময় সাদ্দাম নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করে আহত করে পরে তাকে মেডিকেলে নিয়ে আসি আমরা।

আহত তুহিন কামরাঙ্গীরচর হাসান নগরে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকেন।
 তার বাবার নাম শেখ আবু সাঈদ। 

পেশায় কাপড় দোকানের  চাকরি করেন তিনি।


   আরও সংবাদ