ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

চাচী ও চাচাত বোনকে হত্যাকারী কালাম সিআইডি'র কজ্বায়


প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২১ ১৭:৫৭ অপরাহ্ন


চাচী ও চাচাত বোনকে হত্যাকারী কালাম সিআইডি'র কজ্বায়

স্টাফ রিপোর্টার : কক্সবাজার জেলার ঈদগাঁহ থানাধীন ৩নং ইসলামাবাদ ইউনিয়নের চড়পাড়াস্থ রাবারড্যাম এলাকায় জমি-জমা নিয়ে বিরোধের জের মা ও মেয়েকে নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িত নিহতের চাচাতো ভাই আসামী আবুল কালাম (৩৬) গ্রেফতার করেছে সিআইডি।

আজ সোমবার (০১ ফেব্রয়ারি) সকাল ১২ টায় মালিবাগ সিআইডি'র হেডকোয়ার্টাসে এক সংবাদ সম্মেলনে সিআইডি ডিআইজি হাবিবুর রহমান এসব তথ্য জানান।

ডিআইজি হাবিবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তার চাচী রাশেদা বেগম (৪০) কে দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় আসামীর চাচাত বোন ভিকটিমের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৬) বাধা দিলে আসামী তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

সেদিনই ভিকটিমদ্বয়কে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডের দায় স্বীকার করে। রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট এলাকায় জোড়া হত্যাকান্ডের আত্মগোপনকৃত আসামীকে গ্রেফতার সিআইডি, বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন। 

গ্রেফতারকৃত আসামী মালয়েশিয়ায় ৭ বছর প্রবাস জীবন শেষে ৯ মাস পূর্বে দেশে ফিরে আসে। ভিকটিমদের সাথে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এই নৃশংস হত্যাকান্ড ঘটায়, যা প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।

অপরাধ সংঘটনের পর সিআইডি ছায়া তদন্ত শুরু করে। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আসামীর সম্ভাব্য লুকিয়ে থাকার সকল স্থানে অভিযান পরিচালনা করে।

এই আসামীকে গ্রেফতারের জন্য কক্সবাজার ও উখিয়াতে ৪৮ ঘন্টা সাড়াশি অভিযান পরিচালনা করে সিআইডি। এসময় আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে কক্সবাজার-উখিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সিআইডি আসামীর পিছু নিয়ে ঢাকার পার্শ্ববর্তী ডেমরা এলাকা থেকে গতরাতে গ্রেফতার করতে সমর্থ হয়।

এই ঘটনায় কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁহ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয় যা উক্ত থানার প্রথম মামলা, মামলা নং-০১/০১, চলিত বছর ২২ জানুয়ারি, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড ৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০২/ ৩০৭/৫০৬/১০৯ ধারা।


   আরও সংবাদ