প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২১ ১৯:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: তৃতীয় দফায় সারাদেশের ৬২ পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। কেন্দ্র দখল, ধাওয়া- পাল্টা ধাওয়া আর বিএনপির প্রার্থীদের ভোট বর্জনের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এসব পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে।
এ দিকে কারচুপির অভিযোগ তুলে ফেনী, কিশোরগঞ্জের কটিয়াদী, নাটোরের সিংড়া, ময়মনসিংহের ভালুকা, চুয়াডাঙ্গার দর্শন, বগুড়ার শিবগঞ্জ, বরিশালের গৌরনদী, সাতক্ষীরার কলারোয়া এবং টাঙ্গাইলের মধুপরে বিএনপির মেয়র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। আর মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে না আনায় একদিন আগে গতকাল শুক্রবার ভোট বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থী।
ফেনী: অনিয়মের অভিযোগ তুলে ফেনী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল নির্বাচন বর্জন করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তিনি সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আলাল অভিযোগ করেন, ‘দুটি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্র থেকে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপির প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দিয়েছেন।
কিশোরগঞ্জ: কটিয়াদী পৌরসভা নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
নাটোর: নাটোরের সিংড়া পৌর নির্বাচনে কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারা, এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. তায়জুল ইসলাম। প্রশাসনের বিরুদ্ধেও তিনি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
ময়মনসিংহ: আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসী বাহিনী কর্তৃক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনিয়ে নেয়া, এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগে পৌরসভা নির্বাচন বর্জন ঘোষণা করলেন ময়মনসিংহের ভালুকা পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আলহাজ হাতেম খান।
বগুড়া: কেন্দ্র দখল করে ভোটাদের কাছ থেকে জোর করে ভোট নেওয়া এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়ার শিবগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন।
চুয়াডাঙ্গা: দর্শনা পৌরসভার বিএনপি–মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বরিশাল: দুটি কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মীদের মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন বরিশালের গৌরনদী পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান। শনিবার বেলা ১টায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন তিনি। এর আগে রিটানিং কর্মকর্তার কাছে হামলাসহ সুনির্দিষ্ট ৫টি লিখিত অভিযোগ দেন ধানের শীষ প্রতীকের এ প্রার্থী।
সাতক্ষীরা: কলারোয়া পৌর নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপির মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানাও ভোট বর্জন করেছেন। শনিবার নিজ কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।
টাঙ্গাইল: মধুপুর পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগে এনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আব্দুল লতিফ পান্না। পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী সাংবাদিকদের বলেন, ‘আমার এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। ভোটারদের কাছে থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে নৌকায় সিল দেওয়া হয়েছে।
মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে না আনায় বিএনপির মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করলেও ভোট দিয়েছেন বিএনপি নেতা ফয়জুল করিম ময়ূন। শনিবার (৩০ জানুয়ারি) সকালে বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাকে দেখা যায় বলে জানান ভোটার ও সেখানে অবস্থান করা গণমাধ্যম কর্মীরা।
তৃতীয় ধাপে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ৩৩৪৪ জন। এর মধ্যে মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৩৬০ জন। ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার। মোট ওয়ার্ডের সংখ্যা ৫৯৯টি, কেন্দ্র সংখ্যা ৮৫৪।