ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইবি উপাচার্যের পরীক্ষার হল পরিদর্শন


প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২১ ১৫:১৫ অপরাহ্ন


ইবি উপাচার্যের পরীক্ষার হল পরিদর্শন

ইবি থেকে শাহীনঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। করোনা সংক্রমণের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে  ইউজিসি’র নির্দেশনা অনুযায়ী এবং ইবির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সকল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা চলমান রেখেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (৩০ জানুয়ারি) সকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আকস্মিক ভাবে আইন বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন। এদিকে ব্যবস্থাপনা, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, আইন, আরবী ভাষা ও সাহিত্য, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ সকল বিভাগের পরীক্ষা চলমান রয়েছে।

পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। 

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আইন বিভাগের সভাপতির কার্যালয়ে আইন বিভাগের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুন নাহার, অধ্যাপক ড. মোঃ আব্দুল করিম খান, অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, সহকারী অধ্যাপক আরমিন খাতুন,  মোঃ সাজ্জাদুর রহমান টিটু ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারঃ) মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ