ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ৭৭ হাজার পিস ইয়াবাসহ র‌্যাব-৩'এর হাতে ২


প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২১ ১৮:৩৫ অপরাহ্ন


রাজধানীতে ৭৭ হাজার পিস ইয়াবাসহ র‌্যাব-৩'এর হাতে ২

স্টাফ রিপোর্টার : রাজধানীর দক্ষিণ শাহজাহানপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নূর মোহাম্মদ (২৮) ও ড্রাইভার কুদ্দুস (৩২) নামের দুইজনকে আটক করেছে র‌্যাব-৩।

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৩'এর সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বীনা রাণী দাস এক বার্তায় বিএন নিউজকে এতথ্য জানান। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল নগদ ১৮ হাজার টাকাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

এএসপি বীনা রাণী দাস বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী মালিবাগ থেকে কমলাপুর অভিমুখে একটি কাভার্ড ভ্যান যোগে মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান বহন করে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে উক্ত কাভার্ড ভ্যানটিকে সংকেতের মাধ্যমে থামিয়ে তল্লাশী করে নিম্নোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার কার্যক্রম করে আসছে বলে জানায়। মাদকের বিরুদ্ধে র‍্যাব-৩ এর চলমান সাঁড়াশি অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। 


   আরও সংবাদ