ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে বিদেশি মদ ও অবৈধ সিগারেটসহ গ্রেফতার ২


প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২১ ১৫:০০ অপরাহ্ন


রাজধানীতে বিদেশি মদ ও অবৈধ সিগারেটসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : রাজধানীর চকবাজার মডেল থানার ভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহিন পেদা (২০) ও শফিকুল ইসলাম (৪২) নামের দুই চোরাকারবারি ব্যবসায়ীকে ৮৩ হাজার ৬১০ পিস অবৈধ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ গ্রেফতার করেছে র্যাব-১০।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে র‌্যাব-১০ এর সিপিসি-৩, লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান। এসময় তাদের কাছ থেকে ৬ বোতল বিদেশী মদ, ২ মোবাইল ফোন এবং নগদ  ৬ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। 

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন দেশ হতে অবৈধ চোরাচালানের মাধ্যমে বিদেশি সিগারেট সরবরাহ করে থাকে এবং অপর আসামি দেশের বিভিন্ন জায়গা থেকে  বিভিন্ন কৌশল অবলম্বন করে নেশাজাতীয় মাদকদ্রব্য বিদেশি মদ বহন করে রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা সহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহন এবং ব্যবসা চালিয়ে আসছে।

রাজধানীর চকবাজার মডেল থানায় পৃথক ভাবে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।


   আরও সংবাদ