প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২১ ১৫:২৯ অপরাহ্ন
খাদিজা জাহান, বশেমুরবিপ্রবির : খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও তিন শিক্ষকের অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে শিক্ষদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, ফার্মেসী বিভাগের সভাপতি শফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক সোলাইমান হোসাইন, সমাজবিজ্ঞান বিভাগের সামসুল আরেফিন এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নাজমুল মিলন, ইংরেজি বিভাগের মাহবুদ শেখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের বিচক্ষণ নাগরিক। তাদের যৌক্তিক দাবিকে কখনোই রুদ্ধ করা যাবে না, তাহলে তাদের সঠিক মানিসক বিকাশ হবে কিভাবে! খুবির মতো শিক্ষক-শিক্ষার্থীদের কন্ঠ এভাবে রুদ্ধ করার চেষ্টা করা হলে বাংলাদেশের শিক্ষক সমাজ চুপ থাকবে না। শিক্ষক-শিক্ষার্থীদেরকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। আমরা অনুরোধ জানাই, অতি দ্রুত এসব শিক্ষক-শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হোক।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা তাদের মৌলিক দাবি আদায়ে যখন আন্দোলন করে তখনই বহিষ্কার করে দেয়া হয়। আবার শিক্ষকরা সেই নৈতিক আন্দোলনের সাথে সহমত পোষণ করেন, তাদের অপসারণ করার দৃষ্টান্ত আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে। আমরা এই মানববন্ধনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও ২ শিক্ষার্থীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহারসহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের যে সকল ভিসি দুর্নীতির সাথে জড়িত, অন্যায়ভাবে পদে বহাল রয়েছেন তাদেরও প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এর আগে গত ২৪ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার ও তিন শিক্ষকের অপসারণ প্রত্যাহারের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করে বশেমুরবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত বছরের ১ ও ২ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করে। এ সময় শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, তদন্ত কমিটিকে সহযোগিতা না করাসহ বিভিন্ন কারন দেখিয়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের আন্দোলনের সাথে সংহতি জানানোর কারণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অপসারণ এবং একজন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন।