ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইবি উপাচার্যের নির্মাণাধীন কাজ পরিদর্শন


প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২১ ১৫:৪৭ অপরাহ্ন


ইবি উপাচার্যের নির্মাণাধীন কাজ পরিদর্শন

ইবি থেকে শাহীন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ক্যাম্পাসে নির্মাণাধীন মেগা প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেছেন।

আজ (মঙ্গলবার) ২৬ জানুয়ারি সকালে তিনি আকস্মিক ভাবে ইবি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের (৫তলা অনুভূমিক ও উর্দ্ধমুখী সম্প্রসারণ ২-৩ তলা), আবাসিক ভবনের (১০ তলা উর্দ্ধমুখী সম্প্রসারণ ৬-১০ তলা), পরমাণু বিজ্ঞানী ড. এম. এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের (উর্দ্ধমুখী সম্প্র্সারণ ৩-৫ তলা), ডরমিটরি-২ (উর্দ্ধমুখী সম্প্রসারণ ৪-৫ তলা), মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের (উর্দ্ধমুখী সম্প্রসারণ ৪ তলা), চিকিৎসা কেন্দ্রের (উর্দ্ধমুখী সম্প্রসারণ ৩ তলা), ব্যবসায় প্রশাসন অনুষদের (উর্দ্ধমুখী সম্প্রসারণ ৫-৬ তলা), রবীন্দ্র-নজরুল কলা ভবনের (উর্দ্ধমুখী সম্প্রসারণ ৩ তলা) ও টিএসসিসি’র (উর্দ্ধমুখী সম্প্রসারণ ২য় তলা) এর চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের সার্বিক বিষয়ে খোঁজ নেন। এসময় তাঁর সাথে ছিলেন পরিদর্শন টিমের সদস্য ব্যবস্যায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রুহুল আমিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোমিন, প্রধান নির্বাহী প্রকৌশলী (ভারঃ) মুন্সি শহিদ উদ্দীন মোঃ তারেক ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) এইচ. এম. আলী হাসান।


   আরও সংবাদ