ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

খুবির শিক্ষক ও শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন


প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২১ ১৪:৫৫ অপরাহ্ন


খুবির শিক্ষক ও শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

নোবিপ্রবি থেকে খাদিজা খানম : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এর ৩ শিক্ষক ও ২ শিক্ষার্থী বহিষ্কার ও অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বায়জিদুল ইসলাম বলেন, প্রশাসন হবে ছাত্রদের বন্ধু। ছাত্রদের উপর অন্যায় অবিচার চালানো পাকিস্তানি প্রশাসনের বৈশিষ্ট। আমাদের গণতান্ত্রিক দেশে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন বৈরূপ্য মনোভাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, প্রশাসন ও শিক্ষকরা হবেন ছাত্রবান্ধব। শিক্ষকরা আমাদের গুরুজন,ছাত্রদের যে কোনো সমস্য এবং অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তারা মুখ্য অবদান রাখবেন। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিক চিহ্নিত করে প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তারা পুরপুরি অগণতান্ত্রিক এবং তা প্রশাসনের স্বৈরাচারীতার ইঙ্গিত বহন করে।তাই অনতিবিলম্বে প্রশাসনের এহেন ন্যাক্কারজনক বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৮ই জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে। তাদের আন্দোলনের সাথে সংহতি জানানোর কারণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অপসারণ এবং একজন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে খুবি প্রশাসন।


   আরও সংবাদ