প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহআলী থানাধীন চিড়িয়াখানা রোড বিসিআইসি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ১০ তালা ভবনের ৮ তালা থেকে পড়ে শফিউল্লাহ (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় এই দুর্ঘটনা ঘটে।
মুমুর্য অবস্হায় তাকে উদ্ধার করে সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভায়রাভায় আলামিন জানান, মাচাংয়ে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যায় সে।
পড়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় আরো এক শ্রমিক আহত হয়েছে বলে তিনি জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানার আলীনগর গ্রামের রাশেদ মেকারের ছেলে। বর্তমানে নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।