ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

নারায়ণগঞ্জে ৭০ কোটি টাকার সাপের বিষসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১০


প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২১ ২১:২৫ অপরাহ্ন


নারায়ণগঞ্জে ৭০ কোটি টাকার সাপের বিষসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১০

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ইসদাইর রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ২ সক্রিয় সদস্য মোস্তফা কামাল (৫৫) ও মিজানুর রহমান মন্ডল (৪৩) কে আটক করেছে র‍্যাব-১০। এসময় একটি কার্টুন থেকে উদ্ধার করা হয় ০৬ টি সাপের বিষ ভর্তি কাঁচের জার। যার মোট ওজন ১২ পাউন্ড এবং আনুমানিক বাজার মূল্য ৭০ কোটি টাকা।

রোববার (১৭ জানুয়ারি) বিকালে র‍্যাব-১০ সিপিসি-৩, লালবাগ ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান। এসময় তাদের কাছ থেকে ৪ টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, আজ সকালে র‍্যাব-১০ এর সদর দপ্তর ধলপুর, যাত্রাবাড়ী একটি গোয়েন্দা তথ্য আসে। তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকায় কতিপয় চোরাচালানি বিপুল পরিমাণ সাপের বিষ হাতবদল করতে চলেছে। 

এমন সংবাদের ভিত্তিতে সময় ক্ষেপণ না করে রাজধানী ঢাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-৩, লালবাগ ক্যাম্পের একটি বিশেষ অপারেশন টিম নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে রওনা করি এবং সেখানে কার্টুন ভতি সাপের বিষসহ হাত বদলের সময় দুই জনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে,  গ্রেফতারকৃত আসামিরা আন্তর্জাতিক চোরাকারবারি দলের সক্রিয় সদস্যা। তারা পরস্পর যোগসাজশে কথিত সাপের বিষ অবৈধভাবে বিদেশ থেকে আমদানি কোরিয়া দেশের বিভিন্নস্থানে কয় বিক্রয় করিয়া আসিতেছে।
 
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায়, আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।


   আরও সংবাদ