প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২১ ২১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কক্সবাজার টেকনাফ পাওয়ার হাউজ এর পূর্ব দিকে হাইকখালী পাড়া রোডের পাশে অবস্থানরত একটি মাইক্রো বাসে অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় থাকা ১৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে কোস্ট গার্ড।
আজ রোববার (১৭ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি রাতে এক বার্তায় বিএননিউজকে এ তথ্য জানান।
লেঃ খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার টেকনাফ, লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে টেকনাফ পাওয়ার হাউজ এর পূর্ব দিকে হাইকখালী পাড়া রোডের পাশে অবস্থানরত একটি মাইক্রো বাসে স্থানীয় জনগণের সম্মূখে তল্লাশী করা হয় এবং গাড়ির সীট বেল্টের নিচে অভিনব কায়দায় লুকায়িত পলিথিন ব্যাগের ভিতরে থাকা ইয়াবা জব্দ করা হয়। অভিযানে গাড়ির চালক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মাইক্রো বাসটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।