ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

জবি'র নিরাপত্তাকর্মী চাকরি ছোট, দায়ভার বড়


প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২১ ২৩:৫৬ অপরাহ্ন


জবি'র নিরাপত্তাকর্মী চাকরি ছোট, দায়ভার বড়

জবি প্রতিনিধি : 'প্রথম লকডাউনে ক্যাম্পাসে কিছু মানুষ ছিল। কিন্তু ক্যাম্পাসে আমাদের কামাল ড্রাইভার মারা গেলে রাতারাতি ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। সেই আতঙ্কের কথা অনুভব করা যায় না। কারণ কামাল ভাই ক্যাম্পাসে থাকত আর সবসময় আমাদের সাথেই আড্ডা দিত। সবাই চলে যায়। শুধু দায়বদ্ধতার কারণে আমরা যেতে পারেনি। অথচ আমাদেরও পরিবার পরিজন আছে। এগুলো কেউ বুঝে না। চলে যাওয়ার জন্য আমাদের বাপ মাও কান্নাকাটি করেছে। কিন্তু দায়িত্বের কারণে আমরা যেতে পারি নি। চাকরি ছোট হলেও আমাদের দায়ভারের কারণে যেতে পারিনি' এভাবেই তুলে ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।

তারা আরও বলেন, 'শুধু নিরাপত্তা না, ক্যাম্পাস পয়-পরিস্কার করা, ঝাড়ু দেওয়া, ক্যাম্পাসে ঔষধ স্প্রে করে রোগ জীবানুমুক্ত করার কাজও আমাদের করতে হয়েছে। কারণ ওই সময় সুইপাররাও ভয়ে ক্যাম্পাসে আসত না। ওই কয়মাস আমরা রফিক ভবনে খায়ছি, রফিক ভবনে ঘুমায়ছি আর চব্বিশ ঘন্টা ক্যাম্পাস পাহারা দিয়েছি। 

সে সময় আমাদের সঙ্গে থাকা নিরাপত্তাকর্মী খলিল ভাইও যখন করোনায় আক্রান্ত হয় তখন আমাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবার থেকে কান্নাকাটি শুরু করে দেয়। তবুও ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থের আর আমাদের দায়ভারের কারনে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে পারি নি'।

করোনায় আক্রান্ত হওয়া নিরাপত্তাকর্মী মো. খলিল বলেন,  'করোনা আক্রান্তের সেই সময়ের কথা মনে পড়লে আজও গা শিউরে উঠে। ২২ দিন আমাকে এক ঘরে রেখে দেয়। খাবার দূরে রাখা হতো। নিজের ছেলে মেয়েদের দেখতে পেতাম না। করোনার যন্ত্রণার চেয়ে আমার প্রতি সমাজের আচরণ ও মৃত্যুর আতঙ্ক কবরের যন্ত্রণার চেয়েও বেশি অনুভব করেছি। তিনি বলেন, করোনা আক্তান্ত হওয়ার কারণে আবেদন করলে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়'। 

মার্চে দেশে করোনার প্রকোপ শুরু হলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বন্ধ হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় এলাকা ভিত্তিক দেশের বিভিন্ন জায়গাকে করা হয় লকডাউন। সারা দেশে আক্রান্তের ও মৃতের সংখ্যার দিক দিয়ে প্রথম থেকেই ঢাকা ছিল রেড জোনে। এজন্য রেড জোন ঢাকা ছেড়ে ঢাকার বাইরের প্রায় অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, কর্মচারী সবাই করোনা থেকে সুরক্ষায় চলে যান ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে। 

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় ও মানুষ শুণ্য পরিবেশে ক্যাম্পাসে দেখা দেয় নিরাপত্তাহীনতা। তাই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সবাই নিজের নিরাপত্তায় বাসায় অবস্থান করলেও ক্যাম্পাসের নিরাপত্তায় নিয়োজিত থাকেন বিশ্ববিদ্যালয়ের ২২ নিরাপত্তাকর্মী। স্থানী ও হাজিরা ভিত্তিক এসব কর্মীরা করোনা আক্রান্তের কথা চিন্তা না করে সর্বদা সজাগ থেকেছেন ক্যাম্পাস নিরাপত্তায়। ওই সময় তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে দুঃখ প্রকাশ করে জানান তারা।

হাজিরা ভিত্তিক নিরাপত্তাকর্মীরা বলেন, 'ক্যাম্পাসে যখন করোনার আতঙ্ক তখনও আমরা জীবনের ঝুঁকি নিয়ে পাহারা দিয়েছি। কিন্তু আমাদের মূল্যায়ন হয় নি। আমরা কোন ঝুঁকি ভাতাও পায়নি। এমনকি আমরা প্রত্যেক কুরবানী ঈদে যে বাৎসরিক ১৫ হাজার টাকার বোনাস পায় সেটাও পায়নি। আমরা আবেদন করেছি কিন্তু প্রশাসন থেকে আজ না কাল করছে। ওইসময় আমাদেরকে সবাই আশ্বাস দিয়েছে। কিন্তু এখন কেউ আমাদের কথা মনে রাখেনি'।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবু সাইদ বলেন, 'নিরাপত্তাকর্মীদের বার্ষিক বোনাস প্রাপ্তির বিষয়ে বেশ কয়েক বার অর্থ শাখার পরিচালক নাসির স্যারের সাথে কথা বলেছি। কিন্তু এখনো বোনাসের টাকা পাওয়া যায় নি'। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী নাসির উদ্দীন বলেন, 'এটার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে নির্দেশ দিবে আমরা সেটা করব'।

নিরাপত্তাকর্মীদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, 'করোনার ভিতর ঝুঁকি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কাজ অত্যন্ত প্রশংসনীয়। আমি রফিক ভবনে তাদের থাকার ব্যবস্থা সহ খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। বার্ষিক বোনাসের বিষয়ে অর্থ ও হিসাব দপ্তর বলতে পারবে'।


   আরও সংবাদ