প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২১ ১৪:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: রাজধানীর চকবাজার মডেল থানা হতে অস্ত্র-গোলাবারুদসহ ০২ জন ডাকাতদের গ্রেফতার করেছে র্যাব-১০
১৪ জানুয়ারি ঢাকার চকবাজারের বকশি বাজার এলাকায় বিশেষ অভিযানে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা এ্যামুনেশন, ০১ স্টেইনলেস স্টিলের চাকুসহ ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, রাকিব হোসেন হৃদয় (২০), এনামুল (২৩), কে ডাকাতির প্রস্তুতি পূর্বকস্থানে অস্ত্র গোলাবারুদসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১০।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা একটি ডাকাত দলের সক্রিয় সদস্যা, তাদের হেফাজতে থাকা ওয়ান শুটার গান এমন অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং স্টেইনলেস স্টিলের চাকু নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা এবং মূল্যবান সম্পদ ছিনিয়ে নিয়ে থাকে। যা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকিস্বরূপ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঢাকার চকবাজার মডেল থানায় অস্ত্র মামলা এবং ডাকাতি সংগঠনের প্রস্তুতি মামলার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
অদূর ভবিষ্যতে এরূপ ডাকাতদের বিরুদ্ধে র্যাব-১০ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।