প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২১ ০৭:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : জামালপুরের সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার বাউসী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ বুধবার সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের নিজ বাড়ী থেকে সাইদুর রহমান ও আকাশ মোটরসাইকেল নিয়ে বের হয়।
পথিমধ্যে বাউশি ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত সাইদুর চর বরবাড়ীয়ার গ্রামের মোজাম্মেল হক এবং আকাশ একই গ্রামের খোকন মিয়ার ছেলে। নিহত সাইদুর পেশায় ট্রাক্টর চালক ও আকাশ সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে।