ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ছাত্রদলের কাউন্সিলের কার্ড বিতরণ বৃহস্পতিবার ও শুক্রবার


প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ছাত্রদলের কাউন্সিলের কার্ড বিতরণ বৃহস্পতিবার ও শুক্রবার

স্টাফ রিপোর্টার : বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টম্বর। ইতোমধ্যেইএলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একক নিদের্শনায় চলছে আনুষ্ঠানিক সব কার্যক্রম। 

কাউন্সিলর কার্ড বিতরণের সময় সূচী ও প্রার্থীদের সাথে কমিটির নেতৃবেন্দের সঙ্গে সাক্ষাতের সময় ও তারিখ ১২-১৩ সেপ্টেম্বর। এদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছাত্রদলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কার্ড বিতরণ করা হবে। এছাড়া
সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা ১২ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৪ টায় এ গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে প্রার্থীরাও তাদের কার্ড সংগ্রহ করতে পারবেন।

ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল আয়োজনে গঠিত সংশ্লিষ্ট কমিটিসমূহের নেতৃবৃন্দের সাথে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা সৌজন্য সাক্ষাৎ-এ মিলিত হবেন ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায়। ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ