প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২১ ১৫:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকায় র্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে। ৭৯৮৩ পিস ইয়াবার চালানটি ঢাকায় পাচার হতে এমন তথ্যে এ অভিযান চালায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
হতে ঢাকায় পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে গত
১১ জানুয়ারি সুনির্দিষ্ট তথ্যের অনুসন্ধান এবং বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান।
আটককৃত ইয়াবার সিজার মূল্য- ২৩,৯৪,৯০০/- টাকা।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।