ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

চকবাজারে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২


প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২১ ২২:৩৭ অপরাহ্ন


চকবাজারে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার: রাজধানীর চকবাজারে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সোমবার  (১১ জানুয়ারী) বিকালে র‌্যাব-১০ এর সিপিসি-৩, লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন  জুয়েল (২৮),  আল আমিন (৩৫), গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে  নেশাজাতীয় মাদকদ্রব্য গাজা  সংগ্রহ করে বিশেষ ও অভিনব কৌশল ব্যবহার করে  রাজধানী ঢাকার  চকবাজার মডেল থানাসহ  আশাপাশের  বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য গাজার সরবরাহ ও  ব্যবসা  করে আসছিলো।

অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১০ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

উক্ত গ্রেফতারকৃত আসামীদের  বিরুদ্ধে ঢাকার চকবাজার মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


   আরও সংবাদ