প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২১ ১৬:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ২টি ওয়ান শুটারসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-১০।
মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকালে র্যাব-১০ এর সিপিসি-৩, লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন ইকবাল (৩২), সোহেল হোসেন মামুন (২৪), আরিফ হোসেন অপু, শেখ আহমেদ হোসেন মুন্না হাই দারুল ইসলাম সোহেল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা একটি ডাকাত দলের সক্রিয় সদস্যা, তাদের হেফাজতে থাকা বিদেশি পিস্তলসহ দেশীয় অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা এবং মূল্যবান সম্পদ ছিনিয়ে নিয়ে থাকে। যা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকিস্বরূপ।
অদূর ভবিষ্যতে এরূপ ডাকাতদের বিরুদ্ধে র্যাব-১০ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঢাকার কামরাঙ্গীরচ থানায় অস্ত্র মামলা এবং ডাকাতি সংগঠনের প্রস্তুতি মামলার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।