প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২১ ১৬:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কাছে ফোন দিয়ে বিভিন্ন বিকাশ একাউন্টে টাকা পাঠানোর দাবী করা প্রতারক সাজেদুর রহমান সাজিদকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) পরিচয় দিয়ে কতিপয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য বেশ কিছুদিন যাবত সাধারণ মানুষের সাথে প্রতারণা, মাদক ব্যবসাসহ নানাবিধ অপরাধ সংগঠিত করে আসছিল। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছিল এবং পত্রিকায় বেশ কয়েকবার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ফলশ্রুতিতে র্যাব এ বিষয়ে ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করার ফলে র্যাব-১ 'সাজেদুর রহমান সাজিদ' নামে এক প্রতারককে গ্রেপ্তার করতে সমর্থ হয়। ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনের সকল পর্যায়ে প্রতারণার ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছে, এছাড়া সাধারণ জনগণকেও এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেছে।
র্যাব-১ এ বিষয়ে গত ৩১ ডিসেম্বর সংস্থাটির ওয়েব সাইটের মাধ্যমে জানায়, "৩১ ডিসেম্বর ৯টায় র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ সড়কে অভিযান পরিচালনা করে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও মাদক ব্যবসায়ী সাজেদুর রহমান সাজিদ (৪০)'কে গ্রেফতার করে।
এ সময় আসামীর নিকট হতে ১৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০টি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ের ভিজিটিং কার্ড, ২টি সরকারী জাল সীল, ৫টি মোবাইল ফোন, ১০টি সীম কার্ড, ১ টি পেনড্রাইভ, ১ টি মেমোরি কার্ড এবং প্রতারণা করে হাতিয়ে নেয়া নগদ ৫,১২০/- টাকা উদ্ধার করা হয়।"
র্যাব-১ আরও জানায়, "আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ২০০১ সালে রংপুর হতে বি.এ পাশ করে। পরবর্তীতে ২০১৫ সালে একটি প্রাইভেট কোম্পানিতে এসআর পদে যোগদান করে। আসামী চাকুরীর পাশাপাশি বিগত ১ বছর যাবত প্রতারণার সাথে জড়িত ছিল। সে নিজেকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।