ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

পরীক্ষা চলাকালীন হাবিপ্রবি'র শিক্ষার্থীদের জন্য থাকবে পরিবহন ব্যবস্থা


প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২১ ১৪:২৬ অপরাহ্ন


পরীক্ষা চলাকালীন হাবিপ্রবি'র শিক্ষার্থীদের জন্য থাকবে পরিবহন ব্যবস্থা

হাবিপ্রবি থেকে আবু সাহেব: করোনা আপদকালীন পরিস্থিতিতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক শেষবর্ষের চূড়ান্ত এবং স্নাতকোত্তরের সকল পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্যাম্পাস-শহর যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের গাড়ী চলাচল করবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মফিজুল ইসলাম।

তিনি বলেন, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের যাতায়াতের সমস্যার কথা চিন্তা করে স্বাস্থ্য বিধি মেনে নিদিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাস থেকে শহরে এবং শহর থেকে ক্যাম্পাসে চলাচল করবে।শীতকালীন ছুটি শেষে এর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে, গত ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৬ তম একাডেমিক কাউন্সিলে স্নাতক শেষবর্ষ এবং স্নাতকোত্তর সকল সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা ৭ জানুয়ারি থেকে গ্রহণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অকার্যকর ফি মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও আবাসিক হল খোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

 


   আরও সংবাদ