ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অগ্রণী ব্যাংক ইউনিটের কমিটি গঠন


প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২১ ১৪:২১ অপরাহ্ন


বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অগ্রণী ব্যাংক ইউনিটের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অগ্রণী ব্যাংক ইউনিটের আগামী তিন বছরের জন্য ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ব্যাংকের ঢাকা সার্কেল-২ এর প্রিন্সিপাল অফিসার খালেকুজ্জামান মিন্টু সভাপতি এবং বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার আশফাক উল্লাহ কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক হাবিবুর

রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এস এম আল-আমিন মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী সংস্কৃতি কর্মী, রাজনৈতিক সংগঠক, সমাজসেবক, শিল্পী হিসেবে অতীত অবদান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও সংস্কৃতিবান্ধব বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে ব্ঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি অসিত কুমার মন্ডল, মোস্তাফিজুর রহমান, আসমাউল হুসনা মনি, জহির উদ্দিন জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুয়েল, গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, তাছলিমা আক্তার রিমা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রিতি পাপিয়া, দপ্তর সম্পাদক চঞ্চল বিশ্বাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রনজিৎ কুমার মন্ডল মহিলা বিষয়ক সম্পাদক অমিতা মজুমদার প্রমুখ।


   আরও সংবাদ