প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২১ ২১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর চকবাজার এবং কামরাঙ্গীরচর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার (২ জানুয়ারী) বিকালে র্যাব-১০ এর সিপিসি-৩, লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন হাফিজুর রহমান (৩৮), নজরুল ইসলাম (৪৭), মামুন (২৯), সিদ্দিকুর রহমান (৩২), আশরাফ (২৫), আবুল কালাম (৬০), রুবেল (৩৬), মোহাম্মদ জাকির (২৭), মোহাম্মদ হান্নান (৫৫), মোহাম্মদ ইউনুস (৩৩), আব্দুল করিম (৪৮), খোরশেদ আলম (৩৫), আবু জাহেদ (৩৪),জামাল গাজী (৩০), মোহাম্মদ রানা (৩০), জামাল (৩০), হারুন (৫৫),মোহাম্মদ রাজু (২৫) হারুন মৃধা (৫০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সামাজিক পরিবেশের অবক্ষয় ঘটাচ্ছিল এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বত্র হারাচ্ছে।
অদূর ভবিষ্যতে এরূপ জুয়াড়িদের বিরুদ্ধে র্যাব-১০ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার চকবাজার মডেল এবং কামরাঙ্গীরচর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১০ এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।