প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২১ ০৪:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: ইহুদিবাদী দেশ ইসরাইলের জনসংখ্যা যে হারে বাড়ছে, তাতে এ বছর দেশটির লোকসংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে।
দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। বর্তমানে দেশটির জনসংখ্যা ৯৩ লাখ। খবর জেরুজালেম পোস্টের।
২০২০ সালে দেশটির লোকসংখ্যা বেড়েছে ১ লাখ ৫১ হাজার। এ হারে লোকসংখ্যা বাড়লে আগামী বছরের মধ্যে এক কোটি ছাড়াবে ইসরাইলের লোকসংখ্যা।
দেশটিতে মোট জনসংখ্যার ৭৩.৯ শতাংশ অর্থাৎ ৬৮ লাখ ৭০ হাজার ইহুদি, ১৯ লাখ ৫৬ হাজার (২১.১ শতাংশ) আরব মুসলিম এবং অন্যান্য ধর্মের অধিবাসী ৪৬ লাখ ৫ হজার (৫ শতাংশ)।