ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

দেশ পরিচালনায় শেখ হাসিনার কোন বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী


প্রকাশ: ২ জানুয়ারী, ২০২১ ১৮:২৯ অপরাহ্ন


দেশ পরিচালনায় শেখ হাসিনার কোন বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, এক সময়ের অচেনা বাংলাদেশকে সারা বিশ্বের বুকে পরিচিত করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি দেশ পরিচালনায় ১৭ কোটি মানুষের আস্থা অর্জন করেছেন।

শনিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয়  স্থায়ী কমিটির সদস্য এরোমা দত্ত।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক অসম্ভবকে সম্ভব করেছেন৷ দেশ পরিচালনায় মুজিব কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই৷

মন্ত্রী তার বক্তব্যে মন্ত্রনালয়ের সচিবের কথার সাথে সংযুক্ত করে বলেন, বর্তমানে সরকার ১কোটি মানুষ কে ভাতা দিয়ে সহায়তা করছে, কিন্তু একই সাথে আরো দেড় কোটি পিছিয়ে পড়া মানুষদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে এই সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।

মন্ত্রী ভাতা প্রদানে কোন রকম অনিয়ম যেন না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, প্রধানমন্ত্রী অনলাইন ব্যাকিং এর মাধ্যমে সুফল ভোগীদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম দূর হবে।

 


   আরও সংবাদ