ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

চকবাজার র‌্যাবের অভিযানে ধর্ষক জুয়েল গ্রেফতার


প্রকাশ: ২ জানুয়ারী, ২০২১ ১৫:১১ অপরাহ্ন


চকবাজার র‌্যাবের অভিযানে ধর্ষক জুয়েল গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজধানীর চকবাজারে র‌্যাবের অভিযানে ধর্ষণ জুয়েলকে আটক করে র‌্যাব ১০। শুক্রবার (১ জানুয়ারি) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয় বলে জানান র‌্যাব ১০।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত ধর্ষক নিজাম উদ্দিন জুয়েল (২৫) ভিকটিমকে পূর্ব পরিচয়ের জের ধরে, বিয়ের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা দুই জনকে নিয়ে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানীর করে।  ভিকটিমের আত্ত চিৎকারে আশেপাশের লোক জড়ো হয়। র‌্যাবের একটি বিশেষ টিমের এর সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে আসামি কে হাতেনাতে আটক করে।  

গ্রেফতারকৃত ধর্ষক আসামির বিরুদ্ধে ঢাকার চকবাজার মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-১০ এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

 


   আরও সংবাদ