প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২০ ১৬:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃক রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি নির্মিত সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান, পার্কিং ইত্যাদি উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছ
আজ (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এবং বেলা এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে মানিক মিয়া এভিনিউর উভয় পাশের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় একটি পুলিশ বক্সসহ প্রায় ষাটটি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান করার জন্য পথচারীকে উদ্বুদ্ধ করা হয়।