ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

কোস্ট গার্ডের অভিযানে লঞ্চ থেকে বিপুল পরিমান জাটকা জব্দ


প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২০ ১৪:৫০ অপরাহ্ন


কোস্ট গার্ডের অভিযানে লঞ্চ থেকে বিপুল পরিমান জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক যাত্রীবাহী এম ভি ফারহান-৫ লঞ্চে অভিযান পরিচালনা করে ৫ হাজার কেজি জাটকা করা হয়। ২৮ ডিসেম্বর রাতে এ অভিযান পরিচালনা করে বলে বিএন নিউজকে জানয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক।

লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদীতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই।

পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার উপস্থিতে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।


   আরও সংবাদ