ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বশেমুরবিপ্রবি'তে শিক্ষকদের অবস্থান কর্মসূচি


প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২০ ২২:৫৮ অপরাহ্ন


বশেমুরবিপ্রবি'তে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার:  প্রাপ্যতা তারিখ থেকে আর্থিক সুবিধা সহ আপগ্রেডেশনের দাবিতে এবং দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের আপগ্রেডেশন নিয়ে টালবাহানা ও সময় ক্ষেপণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমি

আজ রবিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় শহীদ মিনারে প্রায় শতাধিক শিক্ষকের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. বশির উদ্দিন বলেন, যতদিন পর্যন্ত শিক্ষকদের নায্য অধিকার প্রতিষ্ঠিত না হয় আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে পিএইচডি রিসার্চ পেপার কাজে লাগবে না। আমাদের অধিকার বুঝিয়ে দেন, তারপর আমরা গবেষণায় ফিরবো এবং প্রত্যেক শিক্ষক তাদের গবেষণা দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয়ে পরিনত করবে আশাবাদী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর রউফ বলেন, শিক্ষকদের থেকে প্রাপ্ত দরখাস্ত থেকে তালিকা  শুরু হয়েছে। আগামী মাস থেকে সিলেকশন বোর্ড গঠন হবে। সবশেষে রিজেন্ট বোর্ড আপগ্রেডেশনের অনুমোদন দিবে।

প্রসঙ্গত, শিক্ষকদের আপগ্রেডেশনের দাবিতে গত ২৩ ডিসেম্বর মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।


   আরও সংবাদ