প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২০ ২১:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৭৯১ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৭।
২৪ ডিসেম্বর সকালে কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি করে। সীটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৭৯১ বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন ও কালুকে আটক করে বলে বিএন নিউজকে জানিয়েছেন র্যাব-৭। উদ্ধারকৃত মাদকের আনুমানিক ৮ লক্ষ টাকা। এসময় একটি ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানান। তারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
উল্লেখ্য, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।