প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২০ ১৮:৫৪ অপরাহ্ন
সটাফ রিপোর্টার : রাজধানীর চকবাজার মডেল থানাধীন ১৭/১, রহমতগঞ্জ জৈনক হাসানের বাড়ির নিচতলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে র্যাব-১০ এর সিপিসি-৩, লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- আলমগীর (৩১), আব্দুর রহিম (৪৫), সিদ্দিকুর রহমান (৩২), মোহাম্মদ হাসান (৩৫), রুবেল (৩৫), মোহাম্মদ এনামুল (২৪), আব্দুস সালাম (৪২), মোহাম্মদ জাকির (৩২), মিজানুর রহমান (৪৪), কবির (২৩), ভুট্টো (৩৩), শুকুর মিয়া (৫২), রফিকুল ইসলাম (৪৭), ইমরান (২৮), মিরাজ (৩০), মোহাম্মদ আজিজুল (৩১), হৃদয় (২৪), ইব্রাহিম (৩২) এবং আব্দুল করিম (৪৮)। এসময় তাদের কাছ থেকে ১৬ প্যাকেট জুয়া খেলার কার্ড, ২ টি টাকা জমা রাখার বক্স এবং নগদ ৮১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সামাজিক পরিবেশের অবক্ষয় ঘটাচ্ছিল এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বত্র হারাচ্ছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর চকবাজার মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, অদূর ভবিষ্যতে এরূপ জুয়াড়িদের বিরুদ্ধে র্যাব-১০ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।