ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মৃত্যুকে বুক পকেটে নিয়ে পরীক্ষা দিতে চাই না: ইবি শিক্ষার্থী


প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২০ ১৭:৪০ অপরাহ্ন


মৃত্যুকে বুক পকেটে নিয়ে পরীক্ষা দিতে চাই না: ইবি শিক্ষার্থী

ইবি থেকে শাহীন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ বন্ধ রেখে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের বিপরীতে চার দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সময়ের চেয়ে জীবনের মূল অনেক বেশি এই মর্মে শিক্ষার্থীরা আমাদের বাঁচার দাবি নামে চার দফা ঘোষণা করে। দাবিসমূহ হলো-

১) হল বন্ধ রেখে মৃত্যুকে বুক পকেটে নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায় না।

২) বিভিন্ন সংগঠনের প্রস্তাবনার আলোকে হলসমূহ খুলে দিতে হবে। অতঃপর চূড়ান্ত বর্ষের অসমাপ্ত পরীক্ষা আয়োজন করতে হবে।
৩) পর্যাপ্ত সুবিধা না থাকায় অর্ধেকের বেশি শিক্ষার্থী অনলাইন ক্লাসে উপস্থিত থাকতে পারেনি।

৪) যারা ক্লাসে থেকেছে তারাও পরিপূর্ণ বুঝতে পারেনি। তাই রিভিউ ক্লাস ছাড়া অপ্রস্তুত অবস্থায় পরীক্ষার আয়োজন করে অপরিপক্ব গ্রাজুয়েট তৈরি করে জাতিকে ধোঁকা না দেওয়া।ন


   আরও সংবাদ