প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২০ ১৪:২৬ অপরাহ্ন
ইবি থেকে শাহীন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব' এর নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে ইবি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মুরতুজা হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এক যৌথ বিবৃতিতে এই শুভেচ্ছা জানান। সংগঠনটির দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার শাবিপ্রবি প্রেসক্লাবের ২০২০-২১ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে জুবায়ের মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন) ও সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ আল রাজী (ডেইলি অবজারভার) নির্বাচিত হয়েছেন।
৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি হিসেবে রাজীব হোসেন (দৈনিক সমকাল),যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেন (দৈনিক ইত্তেফাক), অর্থ সম্পাদক নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন) ও দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ (দেশ রূপান্তর)।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন, নুরুল ইসলাম রুদ্র (দৈনিক কালের কণ্ঠ), হাসান নাঈম (বাংলানিউজ ২৪.কম) ও রাশেদুল হাসান (ডেইলী ক্যাম্পাস)।
বিবৃতিতে নেতৃবৃন্দ শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করা হয়।