প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২০ ১৪:২১ অপরাহ্ন
কুবি থেকে শাহীন আলম: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল(আইকিউএসি) এর 'হাউ টু রাইট এ রিচার্চ প্রপোজাল' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল চারটায় আইকিউসির অতিরিক্ত পরিচালক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. বনানী বিশ্বাসের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
ভার্চুয়াল প্রশিক্ষণের প্রথম পর্বে অতিথি হিসেবে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাসরুর শহীদ হোসাইন।
দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড.এম মনিরুজ্জামান।
এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বাংলা ও ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ।