ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় ঢামেকে ভর্তি


প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীচরে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে এই  ঘটনা ঘটে। 

পরে তাকে উদ্ধার করে প্রথমে কামরাঙ্গীচর থানায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে থানা পুলিশ সহ পরিবারের লোকজনেরা রাত ৮ টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। 

শিশুটির মা বলেন, মেয়ে টি চটপটি ফোসকা খেতে চায়, পরে তাকে নিয়ে বাড়ির পাশে চটপটির দোকানে বসিয়ে দিয়ে, আমি টাকা আনতে বাসায় যাই। 

এ সময় তাদের প্রতিবেশি পূর্ব পরিচিত মুড়িবর্তা বিক্রেতা তাকে ফুসলিয়ে সেখান থেকে পাশের একটি বাসায় নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসলে, তাকে নিয়ে থানায় গিয়ে, সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি। 
শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

তার বাবা একজন দিনমজুর। তাদের বাড়ি কামরাঙ্গীচর।

কামরাঙ্গীচর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ মিয়াজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি শিশুটিকে রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে আসলে, আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। তাদের অভিযোগ শিশুটি এক যুবক জোর করে ধরে নিয়ে ধর্ষণ করেছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কিন্তু ধর্ষণের বিষয় টি ডাক্তারি পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।


   আরও সংবাদ