ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

শীতকালীন ছুটি শেষে ইবি'র স্নাতক-স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা


প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২০ ১৭:১৪ অপরাহ্ন


শীতকালীন ছুটি শেষে ইবি'র স্নাতক-স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা

ইবি থেকে শাহীন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক কাউন্সিলের ১১৯তম সভায় ২৬ জনকে পিএইচডি ও এমফিল ডিগ্রি প্রদানের সুপারিশ সহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় বলা হয়, পরীক্ষার্থীদের আবেদন সাপেক্ষে শীতকালীন ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে চলমান পরীক্ষার পর্যায় বিবেচনা করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করা হবে। তবে কোনক্রমেই আবাসিক হলগুলো খোলা হবে না। এছাড়াও উক্ত সভায় সভায় ১৩ জনকে পিএইচডি এবং ১৩ জনকে এমফিল ডিগ্রি প্রদানেরও সুপারিশ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারঃ) এস. এম. আব্দুল লতিফ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ।


   আরও সংবাদ